Post Menopausal Syndrome (PMS)

PMS

আপনি কি পোস্ট-মেনোপজাল সিনড্রোমে (PMS) এ ভুগছেন? সাধারণত মহিলাদের তাদের বয়স ৪৫-৫০ বা এর কিছু আগে পরে মেনোপজ (ক্লাইমেক্টেরিক পিরিয়ড, ক্লাইম্যাক্সিস) শুরু হয়। এটি প্রাকৃতিক নিয়ম। এই অবস্থায় কয়েক মাস হতে কয়েক বছর মহিলারা নানান রকম কষ্টে ভুগেন যাকে Post-Menopausal Syndrome (PMS) বলে। এর প্রধান লক্ষণ হল গরম ভাব (hot flushes), ঘুমের সমস্যা বা অনিদ্রা, যৌনাংগ-মুত্রাশয়ের লক্ষণসহ সহবাসে অনীহা এবং মেজাজের পরিবর্তনশীলতা। অন্যান্য উপসর্গ হতে পারে:

১. রাতে ঘাম, ২. মানসিক অবস্থা বিশেষত: খিটখিটে মেজাজ, বিষন্নতা, মানসিক বিভ্রান্তি, ভুলে যাওয়া, মনোনিবেশ করতে অসুবিধা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পারা, অসংযম, ৩. অস্টিওপোরোটিক লক্ষণ যাতে হাঁড় ক্ষয় হয়ে থাকে, ৪. মাথাব্যথা, মাথাঘোরা ও সার্বিক দুর্বলতা, ৫. হরমোনের নিম্ন স্তরে কারণে নানান রকম রোগলক্ষণ।

যদি কোনও মহিলার পুরো ১২ মাস বা এক বছর ঋতুস্রাব/ পিরিয়ড/ মাসিক না হয়, তবে তিনি মূলত হরমোনের ভারসাম্যহীনতার কারণে পোস্টমেনোপজাল সিনড্রোমে ভুগে থাকেন।

হোমিওপ্যাথিক চিকিৎসা হরমোনের মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করতে পারে সাথে সাথে অন্যান্য সমস্যারও সমাধান করতে পারে।