Epistaxis (নাক দিয়ে রক্তক্ষরণ)!

এরোগে নাক দিয়ে রক্তপাত হয়। কোন প্রকার আঘাতের ফলে রক্তক্ষরণ হতে পারে। এটা টাইফয়েডের মত কিছু রোগের অগ্রদূত হতে পারে। নাকের রক্তনালীর দুর্বলতার কারণে এ রোগ হতে পারে। রক্তনালীর দেয়ালের পরিবর্তনের কারণে বষষ্ক ব্যক্তিদের এ রোগ দেখা দেয়। অনেক রোগী কিডনী ও লিভারের সিরোসিসে ভুগতে থাকতে নাক দিয়ে রক্তপাত হয়ে থাকে। নাকের কোন প্রকার ক্ষত… Continue reading Epistaxis (নাক দিয়ে রক্তক্ষরণ)!

Need Help?