Post Menopausal Syndrome (PMS)

PMS
symptoms of Post menopausal syndrome

আপনি কি পোস্ট-মেনোপজাল সিনড্রোমে (PMS) এ ভুগছেন? সাধারণত মহিলাদের তাদের বয়স ৪৫-৫০ বা এর কিছু আগে পরে মেনোপজ (ক্লাইমেক্টেরিক পিরিয়ড, ক্লাইম্যাক্সিস) শুরু হয়। এটি প্রাকৃতিক নিয়ম। এই অবস্থায় কয়েক মাস হতে কয়েক বছর মহিলারা নানান রকম কষ্টে ভুগেন যাকে Post-Menopausal Syndrome (PMS) বলে। এর প্রধান লক্ষণ হল গরম ভাব (hot flushes), ঘুমের সমস্যা বা অনিদ্রা, যৌনাংগ-মুত্রাশয়ের লক্ষণসহ সহবাসে অনীহা এবং মেজাজের পরিবর্তনশীলতা। অন্যান্য উপসর্গ হতে পারে:

১. রাতে ঘাম, ২. মানসিক অবস্থা বিশেষত: খিটখিটে মেজাজ, বিষন্নতা, মানসিক বিভ্রান্তি, ভুলে যাওয়া, মনোনিবেশ করতে অসুবিধা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পারা, অসংযম, ৩. অস্টিওপোরোটিক লক্ষণ যাতে হাঁড় ক্ষয় হয়ে থাকে, ৪. মাথাব্যথা, মাথাঘোরা ও সার্বিক দুর্বলতা, ৫. হরমোনের নিম্ন স্তরে কারণে নানান রকম রোগলক্ষণ।

যদি কোনও মহিলার পুরো ১২ মাস বা এক বছর ঋতুস্রাব/ পিরিয়ড/ মাসিক না হয়, তবে তিনি মূলত হরমোনের ভারসাম্যহীনতার কারণে পোস্টমেনোপজাল সিনড্রোমে ভুগে থাকেন।

হোমিওপ্যাথিক চিকিৎসা হরমোনের মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করতে পারে সাথে সাথে অন্যান্য সমস্যারও সমাধান করতে পারে।

By drbenojirbd

Dr. Benojir is Director at Bangladesh Public Administration Training Center. He is practicing Classing Homeopathy. He is trained by the world's best Homeopath Prof. George Vithoulkas and eminent Indian Homeopath Farokh J Master, MD, PhD. Dr. Benojir is practicing classical homeopathy since last 25 years. He consult patient in-person and online.

Need Help?

Discover more from Dr. Benojir

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading