ডিমেনশিয়া (Dementia)

ডিমেনশিয়া: ডিমেনশিয়ায় রোগীর মানসিক ক্ষমতাগুলির কম-বেশী বা সম্পূর্ণ দুর্বলতাপ্রাপ্ত হয় অথচ এসবই এক সময় স্বাভাবিক ছিল। কারণ: ডিমেনশিয়ার প্রধান কারণ- মস্তিষ্কের রোগ। এছাড়া সিফিলিস, টিউমার ইত্যাদি। বার্ধক্য এবং মৃগীরোগের কারণে উন্মাদনার শেষ রুপ হিসেবেও অনেক সময় ডিমেনশিয়া দেখা দেয়। আধুনিককালে স্ট্রেস ডিমেনশিয়ার একটি উল্ল্যেখযোগ্য কারণ। উপসর্গ: মানসিক শক্তি হ্রাস। বাছ-বিচারের ক্ষমতা হ্রাস তথা বিচার প্রতিবন্ধী।… Continue reading ডিমেনশিয়া (Dementia)

Need Help?