Prescribing Strategy in Homeopathy

লক্ষণের হ্রাস-বৃদ্ধি ও সফল চিকিৎসা (Modalities_successful_Prescribtion):

হোমিওপ্যাথিক চিকিৎসার সফলতা বহুলাংশে নির্ভর করে কোন কৌশল অবলম্বন করে করে আমরা রোগীর কেসটি নিষ্পত্তি করছি বা প্রেসক্রাইব করছি তার উপর। সবচেয়ে সহজ ও বহুল ব্যবহৃত একটি উপায় হলো রোগ/ লক্ষণের হ্রাস-বৃদ্ধির ধরণ (modalities) বিবেচনা করে প্রেসক্রাইব করা।

হ্রাস-বৃদ্ধিও (modalities) নানান ধরণের। যেমন:

সময় সংক্রান্ত হ্রাস বৃদ্ধি (time modality): এখানে সময়ের পরিবর্তনে লক্ষণের হ্রাস-বৃদ্ধি হয়। যেমন- সুর্যোদয়, সুযাস্ত, দিন-রাত-দুপুর-সকাল, ঘুম হতে উঠে, ঘুমের ভেতর বা ঘুম থেকে জেগে ওঠার পর, সুনির্দিষ্ট সময় যেমন – রাত- ৩-৫টা, সকাল ১১টা, বিকাল ৪- রাত ৮টা ইত্যাদি।

ঋতু সম্পর্কীত হ্রাস-বৃদ্ধি (seasonal modality): যেমন- গরম-ঠান্ডা, ঋতুর পরিবর্তন, শীত-গ্রীষ্ম-শরতে লক্ষণের হ্রাস-বৃদ্ধি।

আবহাওয়ার তারতম্যে লক্ষণের হ্রাস-বৃদ্ধি (weather modality): মেঘলা আকাশ, স্যাঁতস্যাতে পরিবেশ, শুকনো/রোদ্দোজ্জল, ভিজা আবহাওয়ায় লক্ষণের হ্রাস-বৃদ্ধি।

গতিবিধির পরিবর্তন (locomotion modality): চলাফেরার ধরণ, যেমন- হাটা, বসা, সিঁড়ি দিয়ে উঠা-নামা, বসা হতে উঠা, সামনে-পিছনে ঝুঁকে পড়া ইত্যাদি।

তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি (thermal modality): তাপ (শুকনো/আদ্র বা ভিজা তাপ), ঠান্ডা (শুকনো/ ভিজা ঠান্ডা)।

খাদ্য-পানীয়ে হ্রাস-বৃদ্ধি (food & drinks modality): নির্দিষ্ট খাদ্য-পানীয়ে লক্ষণের হ্রাস বা বৃদ্ধি। যেমন-মিষ্টি, লবণ, মশলাদার খাবার, টক, বিভিন্ন ধরণের কাঁচা/পাঁকা ফল, মুরগী, বাদাম জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, ভাঁজাপোড়া, আলু, ভাত-রুটি, পেষ্ট্রি-কেক, ঠান্ডা বা গরম খাবার ও পানীয়, চা-কফি ইত্যাদি।

বাহ্যিক উদ্দীপনা (external stimuli): কাশলে কাশির বৃদ্ধি, ঘেমে গিয়ে কাশির শুরু, মাসিকের আগে-সময়ে-পরে হ্রাস বৃদ্ধি, ঘ্রাণে হ্রাস-বৃদ্ধি, শব্দে হ্রাস-বৃদ্ধি ইত্যাদি।

মানসিক বা মনত্বাত্ত্বিক কারণ (mental or psychological factors): মানসিক চাপ (stress), প্রেমে ব্যর্থতা, হতাশা, রাগ, দু:শ্চিন্তা, কান্নাকাটি।

রোগীর কেস গ্রহণের সময় হ্রাস-বৃদ্ধির প্যাটার্ণটি ভালভাবে জানতে পারলে সফলভাবে অতি দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায় ও রোগী অচিরেই আরোগ্য লাভ করে।

By drbenojirbd

Dr. Benojir is Director at Bangladesh Public Administration Training Center. He is practicing Classing Homeopathy. He is trained by the world's best Homeopath Prof. George Vithoulkas and eminent Indian Homeopath Farokh J Master, MD, PhD. Dr. Benojir is practicing classical homeopathy since last 25 years. He consult patient in-person and online.

Need Help?

Discover more from Dr. Benojir

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading