Tinnitus! Causes & Treatment!!

টিনিটাস (Tinnitus) অর্থ কানের শব্দ। টিনিটাস একটি সাধারণ সমস্যা। এটা নিজেই কোন রোগ নয় বরং এটি অন্তর্নিহিত অন্য কোন শারীরিক-মানসিক রোগের একটি উপসর্গ, যেমন – বয়স সম্পর্কিত শ্রবণশক্তি হ্রাস, কানের আঘাত বা রক্তসংবহনতন্ত্রের ব্যাধি, মানসিক চাপ বা যে কোন ক্রণিক রোগ।

টিনিটাস একটি বিরক্তিকর সংবেদনশীলতা। টিনিটাসের উপসর্গগুলির মধ্যে রয়েছে কানের ভিতর নানার রকমের আওয়াজ যেমন – গুঞ্জন, গর্জন, ক্লিক করা, হিসিং সাউন্ড বা প্রকৃতির নানান রকম শব্দ যেমন পাখির ডাক, ঝরণা প্রবাহের শব্দ, গাড়ীর হর্ণ ইত্যাদি।

কানের শব্দ রোগীর এক বা উভয় কানে হতে পারে। কিছু ক্ষেত্রে, শব্দটি এত জোরে হতে পারে যে এটি কোন কাজে মনোযোগ দেওয়া বা সত্যিকারের কিছু শুনতে বাঁধা দেয়। শব্দ তীব্র বা মৃদু হতে পারে, একই জাতীয় বা নানান জাতীয় শব্দের মিশ্রণ থাকতে পারে। শব্দ সারাক্ষণ থাকতে পারে বা মাঝে মধ্যে নির্দিষ্ট সময় বা অবস্থায় আসা যাওয়া করতে পারে।

দুটি ধরণের টিনিটাস রয়েছে যেমন:
সাবজেক্টিভ টিনিটাস (Subjective Tinnitus): এটাতে এমন ধরণের শব্দ হয় যা শুধু রোগী শুনতে পায়। এটি টিনিটাসের সবচেয়ে সাধারণ প্রকার। এটি বাইরের, মধ্যম বা অভ্যন্তরীণ কানের সমস্যার কারণে হতে পারে। আবার এটি শ্রবণশক্তি বা শ্রবণ স্নায়ুর (auditory nerve) সমস্যার কারণেও হতে পারে।

Objective Tinnitus: এই টিনিটাসের ক্ষেত্রে রোগীকে পরীক্ষার সময় ডাক্তার শব্দ শুনতে পান। এই বিরল ধরণের টিনিটাস কানের রক্তনালীর সমস্যা, অভ্যন্তরীণ ছিঁড়ে যাওয়া, কানের হাড়ের অবস্থা বা পেশী সংকোচনের কারণেও হতে পারে।

কারণ: টিনিটাসের একটি কারণ হল ভেতরের কানের কোষের ক্ষতি। টিনিটাসের অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে কানের অন্যান্য সমস্যা, দীর্ঘস্থায়ী রুগ্ন অবস্থা, আঘাত বা এমন রোগ যা কানের স্নায়ু বা মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রকে প্রভাবিত করে।

উল্লেখযোগ সাধারণ কারণ হল বয়স-সম্পর্কিত শ্রবণশক্তি হ্রাস। অনেক লোকের বয়সের সাথে সাথে শ্রবণশক্তি হ্রাস পায়, সাধারণত ৬০ বছর বয়সের কাছাকাছি থেকে এমনটা শুরু হয়। শ্রবণশক্তি হ্রাসের কারণে টিনিটাস হতে পারে।

উচ্চ শব্দের এক্সপোজার বা সংস্পর্শ টিনিটাসের আরেকটি সাধারণ কারণ। ভারী যন্ত্রপাতি, চেইন করাত এবং আগ্নেয়াস্ত্রের মতো উচ্চ শব্দ হল শব্দ সংক্রান্ত শ্রবণশক্তি হ্রাসের সাধারণ উৎস। পোর্টেবল মিউজিক ডিভাইস যেমন – MP3 প্লেয়ার বা iPod ও শব্দ সংক্রান্ত শ্রবণশক্তি হ্রাস করতে পারে।

কানে ময়লা জমে ব্লকেজ সৃষ্টি করে। আটকে থাকা ময়লা এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর করে কানের খালকে রক্ষা করে। যখন কানে অত্যধিক ময়লা জমে, তখন স্বাভাবিকভাবে শ্রবণশক্তি হ্রাস বা কানের পর্দার প্রদাহের কারণে টিনিটাস হতে পারে তা ধুয়ে ফেলা খুব কঠিন হয়ে পড়ে।

কানের হাড়ের পরিবর্তন। মধ্য কানের হাড় শক্ত হয়ে শ্রবণশক্তিকে প্রভাবিত করতে পারে এবং টিনিটাস হতে পারে। এই অবস্থাটি অস্বাভাবিক হাড়ের বৃদ্ধির কারণে ঘটে।

টিনিটাসের অন্যান্য কারণ হল: মেনিয়ার ডিজিজ (Meniere’s disease), টিএমজে ডিজঅর্ডার (TMJ disorders), মাথা বা ঘাড়ের আঘাত, অ্যাকোস্টিক নিউরোমা (acoustic neuroma) ইত্যাদি।
রক্তনালীর ব্যাধিও টিনিটাসের সাথে যুক্ত। মাথা বা ঘাড়ের টিউমার, এথেরোস্ক্লেরোসিস, উচ্চ রক্তচাপ, অশান্ত রক্ত প্রবাহ, কৈশিকগুলির বিকৃতি কানে কম শোনা ও টিনিটাসের সৃষ্টি করে।

এমন ওষুধ রয়েছে যা টিনিটাসের কারণ হতে পারে বা বা কানের শব্দকে আরো বৃদ্ধি করতে পারে। অ্যান্টিবায়োটিক, ক্যান্সারের ওষুধ, কুইনাইন ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যাসপিরিন অধিক মাত্রায় গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়ায় টিনিটাস হতে পারে।

জটিলতা: টিনিটাস জীবনের মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। যার ফলে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মও ঠিকমত সম্পাদন করা কঠিন হয়ে পড়ে। যদিও এটি বিভিন্ন মানুষকে ভিন্নভাবে প্রভাবিত করে। সাধারণ যে সমস্যাগুলি হয় তা হলো – ক্লান্তি, মানসিক চাপ, ঘুমের সমস্যা, মনোযোগে সমস্যা, স্মৃতির সমস্যা, বিষণ্নতা, উদ্বেগ এবং বিরক্তি।
কিছু ব্যবস্থা নির্দিষ্ট ধরণের টিনিটাস প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। এগুলো হল – শ্রবণ সুরক্ষা, ভলিউম কমিয়ে বিভিন্ন ডিভাইস ব্যবহার করা, কার্ডিওভাসকুলার স্বাস্থ্য সহ সার্বিকভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়া।
হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীর সার্বিক লক্ষণাদি সংগ্রহ করে টিনিটাস নিরাময় করতে পারে।

By drbenojirbd

Dr. Benojir is Director at Bangladesh Public Administration Training Center. He is practicing Classing Homeopathy. He is trained by the world's best Homeopath Prof. George Vithoulkas and eminent Indian Homeopath Farokh J Master, MD, PhD. Dr. Benojir is practicing classical homeopathy since last 25 years. He consult patient in-person and online.

Need Help?

Discover more from Dr. Benojir

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading